গাজীপুরে রেললাইনে ফেলে যুবককে পিটিয়ে হত্যা

  • গাজীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:১৭ পিএম
গাজীপুরে রেললাইনে ফেলে যুবককে পিটিয়ে হত্যা
ছবি : প্রতিনিধি

গাজীপুর: গাজীপুরের শিল্প নগরী টঙ্গী এলাকায় সুজন (৩০) নামে এক যুবককে রেললাইনে ফেলে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে সুজন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যাকন্ড কি না এটা তদন্তের পর জানা যাবে। তিনি বলেন, নিহত সুজন সুনামগঞ্জ জেলার শ্রীপুর থানার কিরণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।  

[218026]

এ দিকে রেলওয়ে পুলিশ প্রত্যক্ষদর্শীর সূত্রে জানিয়েছে, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিমতলী রেলগেট এলাকায় কয়েকজন যুবক রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে হঠাৎ তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। পরে কয়েকজন সুজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়েছে। 

সোনালীনিউজ/এমএস/এসআই

AddThis Website Tools