হিলি: দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল স্লিপ করে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জয় (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সাতকুরি গ্রামের মেহেবুল হোসেনর ছেলে। সে হিলি বাজারের ঔষধ ফার্মেসীর দোকানে কাজ করতো।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার নওনাপাড়া ও বাসুদেবপুর বিজিবি ক্যাম্প এলাকার মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। সোনালীনিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুমন হোসেন।
স্থানীয়রা জানান, আজকে দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় রাস্তা দিয়ে মাটির টলি যাওয়ায় কাদার সৃষ্টি হয়। এসময় জয় তার বাড়ি থেকে হিলিতে যাওয়ার পথে নওনাপাড়া ও বাসুদেবপুর বিজিবি ক্যাম্প এলাকায় মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। এতে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়।
ওয়াইএ