ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (১ মার্চ) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ি ইউনিয়নের ঝিকরা বেলসারা গ্রামের জনৈক সুজন আলীর বাড়ি থেকে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
এঘটনায় সদর উপজেলার আরিফুর রহমান নামে একজন বাদী হয়ে সদর থানায় ৩/৪ জন অজ্ঞাত নামে একটি অভিযোগ দায়ের করেন।
[218549]
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে জেলা শহরের সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সংলগ্ন তাতীপাড়া এলাকায় মোটরসাইকেল তিনটি চুরি হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, এ ঘটনায় পেনাল কোডে ৩৭৯/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং -২।
এসআই