ভাঙ্গুড়ায় ক্রেতা সংকটে তরমুজ নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

  • ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০১:৩৫ পিএম

পাবনা: তরমুজ মোটামুটি সবারই পছন্দের একটি রসালো ফল। এবার রমজানের শুরু থেকেই তরমুজের বাজার চড়া। তাই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় তরমুজের ক্রেতা সংকটে পড়ছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ মার্চ) কেজি প্রতি ১০ টাকা দাম কমিয়েও ক্রেতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। রোজার শুরুতে উপজেলায় ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল তরমুজ। তবে আজ ৬৫-৭০ টাকা দরে তরমুজ বিক্রি করতে দেখা গেছে।

[219842]

ভাঙ্গুড়া উপজেলার ফল ব্যবসায়ীরা বলেন, রোজার একদিন আগে তরমুজ আমদানি করা তরমুজের অর্ধেকও বিক্রি করতে পারেননি। এখন অবিক্রীত তরমুজ পচার উপক্রম। আজ থেকে ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে হাঁকিয়ে ক্রেতা ভিড়ানো যাচ্ছে না। অতিরিক্ত দামে ক্রেতারা কেউ তরমুজ কিনতে চাচ্ছেন না।

ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের বলাই প্রামাণিক বলেন, একটা বড় আকারের তরমুজ কিনতে গেলে ৪০০-৫০০ টাকা লাগবে। একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে তরমুজ কেনা খুব কঠিন। এমনিতেই রোজার মাসে চাল, ডাল, মাছ-মাংসসহ অন্যান্য নিত্য-পণ্য কিনতেই অনেক কষ্ট হচ্ছে। এ অবস্থায় ফল খাওয়া এখন বিলাসিতা।

এস/এসআই