নওগাঁয় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৮:২৭ পিএম

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে কলেজছাত্রীকে (১৬) অপহরণের ঘটনায় রিপন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। একই সাথে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৪ মার্চ) বিকেলে জয়পুরহাট জেলার সদর থানর পলিবাড়ি এলাকা হতে আটক করা হয়। আটক রিপন হোসেন উপজেলার দক্ষিণ চকজদু গ্রামের মাহতাব আলীর ছেলে। 

র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

[220233]

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—গত ১৪ ফেব্রুয়ারি ওই কলেজছাত্রীকে তার বাড়ির সামনে থেকে রিপন হোসেন জোরপুর্বক মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে এক পর্যায়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অপহরণকারী রিপন কে জয়পুরহাট জেলার সদর থানার পলিবাড়ি এলাকা থেকে আটক করে এবং ভিকটিমকে উদ্ধার করে।

পরবর্তীতে আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।

এমএস