গাজীপুর: গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুদ্দুস খান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলিন্ডার বিস্ফোরণ দুর্ঘটনায় নিহতদের সংখ্যা দাঁড়ালো ১৭।
[220544]
শনিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা.তরিকুল ইসলাম। তিনি আরও বলেন, নিহত ওই রোগীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা গেছেন।
উল্লেখ্য,গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এই বিস্ফোরণে নারী,শিশু ও পুরুষসহ কম পক্ষে ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়। এর মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন মারা গেছে।
এসআই