ভাঙ্গুড়া পৌরসভার বিজয় চত্বরে বিনোদন প্রেমীদের ভিড়

  • ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:১৪ পিএম

ভাঙ্গুড়া: বিভিন্ন স্থান থেকে কেউ এসেছে মোটরবাইকে কেউ বা অটোরিকশায় আবার কেউ এসেছেন মাইক্রোবাসে চেপে। এমন চিত্র দেখা গেছে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত বিজয় চত্বর (আই লাভ ভাঙ্গুড়ায়)।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল থেকে সোমবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙ্গুড়া পৌরসভার বিজয় চত্বরে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরেফিরে সময় কাটাতে দেখা গেছে। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মোবাইল ফোনে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এখানে ঘুরতে আসছেন বিজয় চত্বরে। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সকাল থেকে রাত পর্যন্ত এখানে সময় কাটাচ্ছেন আগত দর্শনার্থীরা।

[221355]

বিজয় চত্বর (আই লাভ ভাঙ্গুড়া) দেখতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে আসা সরকারি চাকরিজীবী সামিউল ইসলাম সুজন বলেন, ‘এত দিন ইন্টারনেটে বিজয় চত্বর সম্পর্কে জানতে পারি। এবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এটি দেখতে এসেছি। এখানে এসে বিভিন্ন কারুকাজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।’

ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দারা জানান, ‘ভাঙ্গুড়া ছোট্ট জায়গা, মানুষের বসার মতো বা বেড়ানোর মতো জায়গা নেই বললেই চলে। সেখানে শিশুকুঞ্জ শিশু পার্ক ও বিজয় চত্বর সেই অভাব পূরণ করছে। এজন্য ভাঙ্গুড়া পৌর মেয়রকে সাধুবাদ ও অভিনন্দন জানাই।’

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল সোনালীনিউজকে বলেন, ভাঙ্গুড়া পৌরসভাকে আধুনিক, মাদকমুক্ত, আলোকিত, পরিচ্ছন্ন ও নান্দনিক সৌন্দর্যবর্ধন করে আকর্ষণীয় জনবান্ধব পৌরসভা নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান প্রজন্ম শিশু, কিশোর, তরুণ সবাই ইন্টারনেট ও মোবাইল ফোনে বুদ হয়ে আছে। তাই 
পৌরবাসীর বিনোদনের জন্য এই বিজয় চত্বর।

এমএস