হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে হিলি বন্দরে ভারত থেকে পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি বানিজ্য। এতে দুর দুরান্ত থেকে আসতে শুরু করেছে পাইকারপত্র।ফিরে এসেছে বন্তরে কর্মচাঞ্চল্য।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল তবে আজকে সোমবার দুপুর থেকে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী দু- দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক ছিল। এখনও স্বাভাবিক রয়েছে।
এমএস