যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১১:০৭ এএম
যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 
ফাইল ছবি

যশোর: যশোরের চৌগাছায় সাপের কামড়ে ববিতা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। ববিতা চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের জিম হোসেনের স্ত্রী। 

[222239]

স্বজনরা জানিয়েছেন, ভোর ৪ টার দিকে ববিতা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় একটি বিষধর সাপ ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা টের পেয়ে ববিতাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। 

চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে ববিতা মারা যান। 

এসআই

AddThis Website Tools