এমভি আব্দুল্লাহর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ২৩ নাবিক, অপেক্ষা চট্টগ্রাম ফেরার

  • কক্সবাজার প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০১:১৪ পিএম
ছবি : প্রতিনিধি

কক্সবাজার: সোমালিয়া জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে ফেরা জাহাজ এমভি আব্দুল্লাহ ২৩ নাবিক যে কোন সময় রওনা দিবে চট্টগ্রামের উদ্দ্যেশে। বর্তমানে তারা কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রে নোঙ্গর করা জাহাজে রয়েছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় পৌঁছে জাহাজটি।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১ টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা আরো ২৩ নাবিককে 'এমভি আব্দুল্লাহর' দায়িত্ব বুঝিয়ে দিয়েছে জিম্মিদশা থেকে আসা ২৩ নাবিক।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় লাইটার জাহাজ 'জাহান মনি-৩ ' এ করে মুক্ত হওয়া ২৩ নাবিক চট্টগ্রামে ফিরবে। জাহাজটি পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১ এ। সেখানে নাবিকদের বরণ করে নিতে তাদের স্বজনরা অপেক্ষা করছে বলে জানা গেছে।

জাহাজটিতে ৫৬ হাজার মেট্রিকটন চুনাপাথর রয়েছে। সেসব পণ্য খালাস করতে দুই দিন লাগতে পারে বলে জানা গেছে জাহাজ কর্তৃপক্ষ সূত্রে ।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যু। পরে ১ মাস জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে গত ১৩ এপ্রিল ২৩ নাবিকসহ জাহাজটি মুক্তি পায়। এরপর জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

এসআই