রাজবাড়ীতে জাল ভোট দিতে এসে ৩ যুবক আটক

  • রাজবাড়ী প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:৫৫ পিএম

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে ৩ যুবক আটক হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) দুপুর ও বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদরাসা ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলো, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের কাশেম মোল্লার ছেলে বশিরউদ্দিন (২৮) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মুন্সীপাড়ার রহমান ফকিরের ছেলে বিজয় ফকির (২২) ও গণি শেখের পাড়ার হান্নান মোল্লার ছেলে মিঠুন মোল্লা (২২)।

বড়হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদরাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রব সুমন বলেন, সকাল ১০ টার দিকে বশিরউদ্দিন ভোটকেন্দ্রে এসে নিজের ভোট দিয়ে যান। পরে দুপুর ১ টার দিকে সে আবারও ভোটকেন্দ্রে এসে আবু ছানা নামে এক ব্যক্তির ভোট দিতে চান। আমরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[223846]

অন্যদিকে হাবিল মণ্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বিকেল ৩ টার দিকে নিজেদের পরিচয় গোপন রেখে অন্য দুই ভোটারের পরিচয়ে ভোট দিতে আসে বিজয় ও মিঠুন। আমরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজবাড়ীর পাঁচটি উপজেলার মধ্যে সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এমএস