উপজেলা পরিষদ নির্বাচন 

আদিতমারী ও কালীগঞ্জে  নির্বাচিত হলেন যারা

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৪, ১১:৫৩ এএম

লালমনিরহাট: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপন চাচা মাহবুবুজ্জামান আহমেদকে পরাজিত করে ভাতিজা রাকিবুজ্জামান আহমেদ বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

মঙ্গলবার (২১ মে) রাত ১০টায় কালীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার জহির ইমান ও আদিতমারী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার নুরে আলম সিদ্দিকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আদিতমারী  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদে রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

[223877]

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল) প্রতীকে ৩৩ হাজার ১৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রফিকুল আলম (আনারস) প্রতীকে ২৯ হাজার ০১৮ ভোট পান। এদিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুজ্জামান আহমেদ (আনারস) প্রতীকে ২৪ হাজার ৩০৩ ভোট ও  তার চাচা নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুজ্জামান আহমেদ (ঘোড়া) প্রতীকে ১৯ হাজার ৩৫০ ভোট পেয়েছেন।

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুন নাহার (পদ্ম ফুল) প্রতীকে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যানের পদে মাইদুল ইসলাম সরকার (উড়োজাহাজ) প্রতীকে বে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানী নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আবির হোসেন।

এসএ/এসআই