দিনাজপুর: দিনাজপুরের হিলিতে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় হিলি খাদ্যগুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় এক কৃষকের কাছ থেকে ১ টন ধান কেনা হয়।
খাদ্যগুদাম কর্মকর্তা খলিল হোসেন বলেন, চলতি মৌসুমে হিলি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ৭৭২ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩২ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ৩১৯ টন চাল সংগ্রহ করা হবে। আজ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংগ্রহ চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।
এ সময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি অফিসার আরজেনা বেগম, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পানামাপোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসআই