লালমিনরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মহাসড়কে ট্রাক্টরে (ট্রলিতে) উঠতে গিয়ে পা পিচলে ট্রাক্টরে চাপায় সাদেকুল ইসলাম (৩০) নামের এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার বাউরা ইউনিয়নে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাদেকুল ইসলাম একই ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা এন্তাজ মিয়ার ছেলে।
[225214]
থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাচঁটার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের বেঙ্গল কোম্পানির সামনে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের চলন্ত ট্রাক্টরের ট্রলিতে উঠতে গিয়ে ওই ট্রলির শ্রমিক সাদেকুল পা পিচলে ট্রাক্টরের নিচে পড়ে চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ নিহত সাদেকুলের লাশ উদ্ধার করেছন।
উপজেলা বাউরা ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ না করায় লাশ পরিবারের নিকট দেওয়া হয়েছে।
এসআই