কুয়াকাটা: বিশ্ব পরিবেশ সপ্তাহ উপলক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্ব ও পশ্চিমে পরিস্কার করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর কলাপাড়া সিডিপির ন্যাচার এ্যান্ড পিস ক্লাব ও গুড নেইবারস মোফা ডিআরআর এর উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন- সিডিপির কলাপাড়া পরিচালক পলাশ রনি মণ্ডল, ডিআরআর প্রজেক্টের এডমিন ম্যানেজার সুমন ডায়েস, সিডিপি হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, এডমিন অফিসার শিপন চন্দ্র সরকার, প্রোগ্রাম অফিসার ফারহান তানভীর রাফিত, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় ফটোগ্রাফার প্রমুখ।
আয়োজকরা জানায়, সাগর-মহাসাগর পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। প্রাণীকুলের জন্য অক্সিজেনের সবচেয়ে বড় ভান্ডার হলো এসব সাগর-মহাসাগর। সাগর-মহাসাগরের এই অবদান, প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতেই পরিবেশ সপ্তাহে এই আয়োজন। এখানে আগত সকল পর্যটকদেরকে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
আইএ