বরগুনায় হরিণের মাথা-চামড়া উদ্ধার

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ১০:৪৮ এএম

বরগুনা: বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথা, চামড়া, শিংসহ পা- লেজ উদ্ধার করেছে পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ১টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বিশখালী নদী সংলগ্ন লালদিয়া চর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

[226366]

বুধবার (২৬ জুন) দুপুরে কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালদিয়ার চরে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গলের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের মাথা, ৯টি চামড়া, ১১টি পা, ৪টি লেজ এবং ৪টি শিং উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ করা হরিণের চামড়া, মাথা ও শিংসহ সকল কিছু পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

এমএস