বগুড়া: বগুড়া শাজাহানপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে আব্দুল মমিন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার গোহাইল ইউনিয়ন গোহাইল গ্রামের বাদশা মিয়ার ছেলে।
রবিবার (৩০ জুন) ভোর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গতকাল শনিবার বেলা ১২ টার দিকে তার বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবার লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
নিহতের স্বজন ও গ্রামবাসীরা জানান, আব্দুল মমিন অনলাইনে MELBET ও 1xBET জুয়া খেলায় আসক্ত ছিল। অনলাইনে জুয়া খেলে সে লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ে। তার বাবা বাদশা মিয়া ঋণকরে বেশিকিছু টাকা শোধ করেছে।
[226694]
গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানায়, গতকাল শনিবার বেলা ১২ টার দিকে আব্দুল মমিন গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ ভোর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মারা যায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়ার শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস