হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম

  • হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০২:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। চারদিনের ব্যবধানে প্রতিকেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সরবরাহ কমের কারনে দামটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

সোমবার (৮ জুলাই) দুপুরে হিলি বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। ৪ দিন আগে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ টাকায়, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

[227181]

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মইনুল ইসলাম জানান, বর্তমান হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অনেকটাই কমে যাওয়ায় সরবরাহ কম। এছাড়াও দেশীয় পেঁয়াজ প্রায় শেষের দিকে তাই সরবরাহটা অনেক কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমের কারনে পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে। চারদিন আগে যে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আর ভারতীয় পেঁয়াজটা বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। কি করবো বলেন আমরা বেশি দামে কিনতেছি বেশি দামে বিক্রি করতেছি।

হিলি বাজারের পেঁয়াজ কিনতে আসা একজন রিকশা চালক জানান, আমরা গরিব মানুষ, আমাদের বেচে থাকা মুশকিল হয়ে গেছে। পেঁয়াজ আমাদের প্রত্যেকদিন প্রয়োজন হয় তরকারি রান্নার জন্য সেই পেঁয়াজ যদি ১০০ টাকা কেজি দরে কিনতে হয় তাহলে আমরা চলবো কেমন করে?

সারাদিনে রিকশা চালিয়ে ইনকাম আসে ৩০০ থেকে ৪০০ টাকা। আর পেঁয়াজ কিনতে যদি ১০০ যায় তাহলে বাকি তরিতরকারি, তেল মসলা চাল কিনবো কি দিয়ে? 

সরকারের কাছে আমার আকুল আবেদন যদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দামগুলো সহনীয় পর্যায়ে থাকতো তাহলে আমাদের গরীব অসহায় মানুষদের চলা সম্ভব হতো।

এসআই