সোনারগাঁয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

  • নজরুল ইসলাম শুভ, সোনারগাঁও | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৬:০৭ পিএম

নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে সাবেক মেম্বার আ. মান্নানের চাঁদাবাজীর প্রতিবাদে ও ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংরক্ষিত আসনের সাবেক সদস্য জহুরা আক্তার।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার একটি স্থানীয় রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জোহরা আক্তার জানান, তার স্বামী বাচ্চু মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর বাস মালিক পক্ষ তাকে কাঁচপর এলাকায় গাড়ি দেখা শোনার জন্য লাইনম্যান হিসেবে দায়িত্ব দেন। কিন্তু ওই এলাকার মান্নান মেম্বার জোরপূর্বক সন্ত্রাসী নিয়ে রাস্তা থেকে চাঁদাবাজি করছেন। 

তিনি জানান, গত ৬ জুলাই তিনি খুলনায় অবস্থানকালে মান্নার মেম্বার তাকে ও তার ভাই জিয়াউর রহমানকে জড়িয়ে কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত শ্রমিক লীগের অফিসে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্যর ছবি ও অফিস ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

উল্লেখ্য, এর আগে তিনি গত ১০শে জুন শারীরিক নির্যাতন করে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোনারগাঁ থানা প্রেসক্লাবে মান্নান মেম্বারের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছিলো।

সংবাদ সম্মেলনে এসময় আরোও উপস্থিত ছিলেন, ভুক্তভোগী সাবেক মেম্বার জহুরা আক্তারের মা মিনারা বেগম, ভাই সফিকুল ইসলাম, রায়হান, আমিরসহ কাঁচপুর ইউনিয়ন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এআর