সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০৩:১০ পিএম

কুষ্টিয়া: দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন বিশ্বাস (৩৫) ও রাজিব আলী (২৩) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার হারান বিশ্বাসের ছেলে লিটন (৩২) ও ইয়ার আলীর ছেলে রাজন (৩০)। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন। এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মোশারফ নামের এক ব্যক্তির বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকে কাজ করতেন ওই শ্রমিকরা। সকালে সেপটিক ট্যাংকে নামেন লিটন ও রাজন। পরে তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা এগিয়ে যান।  

[227577]

এসময় শ্রমিকদের নিথর দেহ দেখতে পান তারা। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমনটা হতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

আইএ