পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি জয়, সম্পাদক রহিম

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৯:৫২ পিএম

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয় সভাপতি ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

প্রায় পাঁচ বছর পর রোববার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে অধ্যাপক ড. সাইফুল ইসলাম-অধ্যাপক ড. শামীম রেজা এবং ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম এই দু’টি প্যানেলে মোট ৩০ জন শিক্ষক ১৫টি পদের জন্য নির্বাচন করেন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয় পেয়েছেন জয়-রহিম পরিষদ।

ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম থেকে নির্বাচিত সদস্যরা হলেন, ড. শরিফুল হক (সহ-সভাপতি), অধ্যাপক ড. নূর আলম (কোষাধ্যক্ষ), ড. তাহমিনা তাসনিম নাহার (যুগ্ম-সাধারণ সম্পাদক), ড. নাজমুল ইসলাম (সদস্য), ড. আশরাফুল ইসলাম (সদস্য), ড. নাজমুল হোসেন (সদস্য), ড. কামরুল হাসান (সদস্য), ড. শায়লা আক্তার (সদস্য)।

[227689]

অধ্যাপক ড. সাইফুল ইসলাম-অধ্যাপক ড. শামীম রেজা থেকে নির্বাচিতরা হলেন, অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (সদস্য), ড. ওমর ফারুক (সদস্য), ড. একরামুল ইসলাম (সদস্য), রেহানা বেগম (সদস্য)।

নির্বাচনে জয়লাভের পর নব-নির্বাচিত সভাপতি ড. আওয়াল কবির জয় বলেন, 'আমাকে এবং আমার প্যানেলকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা আগামীদিনে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবো।'

সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম বলেন, 'নির্বাচনের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। এই নির্বাচন নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি, তার ফলাফল আমরা আজকে পেয়েছি। আমাদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে, সবাই মিলে আগামীদিনে ভালো কিছু প্রত্যাশা করছি।'

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক ড. কামরুজ্জামান খান। আর নির্বাচন কমিশনার ছিলেন ড. ইমরান হোসেন ও ড. জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন হয়েছিল।

এআর