কোটা সংস্কারের দাবিতে গাজীপুরে রেলপথ অবরোধ 

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৬:৩৮ পিএম

গাজীপুর: গাজীপুরের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে রাখার খবর পাওয়া যায়।একই সঙ্গে ওই ট্রেন আটকে রাখার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা রেললাইনের ওপর অবস্থান করে অবরোধ শুরু করেছেন।এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখঅ যায়। 

এ ব্যাপারে রেলওয়ে পুলিশের কনস্টেবল রাজু আহমেদ গণমাধ্যমে জানিয়েছেন, গাজীপুরের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য রেললাইন অবরোধ করে আন্দোলন করছে।  এক পর্যায়ে তারা মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে রেখে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

আইএ