রাঙামাটি: রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মৃত দুই কিশোরের একজন এডিসন সাহা (১৫) রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আরেকজন অর্ণব চৌধুরী শহরের শাহ্ উচ্চ বিদ্যালয়ের একই শ্রেণীর ছাত্র।
রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক তিশা চাকমা বলেন, ‘শুক্রবার সকালে হাসপাতালে আনার পর পরীক্ষা করে দুইজনকেই মৃত পাওয়া যায়।’
এই ঘটনায় গুরুতর আহত তাদের আরেক বন্ধু শিবম দাসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানান এ চিকিৎসক।
শিবম শাহ্ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে তার স্বজনরা জানিয়েছে।
[228128]
ওই তিন কিশোর শহরের তবলছড়ি এলাকার আর্ট কাউন্সিল কলোনি ও মাস্টার কলোনি এলাকার বাসিন্দা।
তাদের হ্রদ থেকে উদ্ধার করা তবলছড়ি এলাকার স’মিল শ্রমিক আব্দুল কুদ্দুছ বলেছেন, তিনি মিলে কাজ করছিলেন। হঠাৎ লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে শোনেন, কারা যেনো কাপ্তাই হ্রদে ডুবে গেছে। সঙ্গে সঙ্গেই পানিতে নামেন তিনি।
তিনি বলেন, ‘এ সময় আমার সঙ্গে আরও কয়েকজন নামে। আমি একের পর এক তিনজনকে তুলে আনলে উপস্থিত লোকজন তাদের হাসপাতালে পাঠায়।’
এডিসন সাহার বাবা অমিত সাহা বলেন, ‘আমার একমাত্র ছেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মারা গেল। আমার সব স্বপ্ন শেষ। আমি এখন কী নিয়ে বাঁচব’?
রাঙামাটির কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেছেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। এই ধরনের ঘটনায় সাধারণত অপমৃত্যুর মামলা হয়।’
আইএ