ভাঙ্গুড়ায় ক্রেতা না থাকায় পচে যাচ্ছে আম, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা   

  • ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৪:৪৩ পিএম

পাবনা: দেশের বিরাজমান পরিস্থিতিতে আম নিয়ে বিপাকে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার আম ব্যবসায়ীরা। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার পর কারফিউ জারিসহ নানা পদক্ষেপের কারণে এমন পরিস্থিতি হয়েছে।

গত কয়েকদিন ধরে বিরাজমান পরিস্থিতির কারণে ক্রেতাশূন্য থাকায় বাজারে আম বিক্রি করতে পারছেন না তারা। এই অবস্থায় দ্রুত পচনশীল এই আম নিয়ে চরম দুশ্চিন্তায় আম বিক্রেতা ও ব্যবসায়ীরা।

[228185]

শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন ফলের দোকানে গিয়ে দেখা যায়, বিক্রেতারা দোকান খুলে আম নিয়ে বসে আছেন। দোকানগুলোতে সাজানো আছে বিভিন্ন জাতের আম। ক্রেতা না থাকায় আম বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। 

পৌর সদরের ভাঙ্গুড়া বাজারের বকুল তলায় দোকানভর্তি আম নিয়ে বসে আছেন ব্যবসায়ী ইনতাজ আলী। একান্ত সাক্ষাৎকারে তিনি সোনালী নিউজকে বলেন, সকালে দোকান খুললেও দুপুর পর্যন্ত একজনও কাস্টমার আসেনি। সময়মতো বিক্রি করতে না পারলে-এসব আম পচে যাবে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন এই ব্যবসায়ী।

এআর