পীরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ০৭:৪১ পিএম

রংপুর: রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ সীমানার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১০ জন যাত্রী।

শনিবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ জানান, মহাসড়কের বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১১-৮২০০) অপু-ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী (ঢাকা মেট্রো-ট-২২-২৬২৭) একটি খালি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। বাসে থাকা লালমনিরহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক (৩৬) ও তার শিশুপুত্র আড়াই বছরের ইশরাত ঘটনাস্থলে নিহত হয়।

[228199]

পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় ট্রাক ও বাস আটক করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইএ