টাঙ্গাইল: কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক ও প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থী জড়ো হন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় টাঙ্গাইল শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে অভিভাবকসহ সাধারণ জনগণও অংশ নেন। এ সময় পুরো শহর থম থমে উত্তেজনা বিরাজ করে।
এদিকে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিপি, র্যাব মোতায়েন করা হয়েছে।
আইএ