সখীপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া পুলিশসহ আহত ১৫

  • টাঙ্গাইল প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৮:৪৩ পিএম

টাঙ্গাইল: টাঙ্গাইলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখতার ফোয়ারা চত্বরে জমায়েত হয়ে স্লোগান দেওয়ার সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেখানে হাজার হাজার ছাত্রজনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নেয়।এসময় সংঘর্ষ বাঁধলে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়ে।

[228796]

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনায় শহরে পরিস্থিতি স্বাভাবিক করতে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর উপজেলার কাছে আদর্শ শিশু কানন স্কুলের সামনে জমায়েত আন্দোলনকারীদের কথা বলে বুঝিয়ে যার বাড়িতে ফেরত পাঠায়।

উল্লেখ্য, উপজেলা গেটে সংঘর্ষ চলাকালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা রফিক (হাজী রফিক) গুরুতর জখম হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পেয়েছি।

এআর