শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় আ.লীগের শপথ

  • জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০৫:৪৭ পিএম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সামনে হাত তুলে আন্দোলনের মাধ্যমে আগস্ট মাসেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট)  দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গ সংগঠনের প্রায় সাত শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ বলেন, বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন, গণভবন লুট, সংসদ ভবনকে অসম্মান, বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি জ্বালানো এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে এসব রুখে দিতে হবে। এই বাংলাদেশে জ্বালাও-পোড়াও খুন হতে দেব না। 

পরে সেখানে অবস্থানরত সকলে হাত তুলে শপথ নেন। শপথে বলা হয়- আমরা টুঙ্গিপাড়াবাসী শপথ করিতেছি যে, জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে যতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে ফিরিয়ে না আনতে পারবো ততদিন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। 

আমরা আরও শপথ করিতেছি যে, আমাদের এই কর্মী বাহিনীর ওপরে যে অন্যায়-অত্যাচার হয়েছে তার উপযুক্ত বিচার না হলে অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে আমরা এদেশে পুনরায় রাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচার করব। এক বিন্দু রক্ত থাকতে আমাদের এই আন্দোলন ব্যাহত হতে দেব না।  আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে যতদিন না আনতে পারব, ততদিন এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

[229200]

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে গতকাল দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও একইভাবে শপথ গ্রহণ করেন। এ সময় তারা জানান আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

এমএস