সাবেক ছিটমহলে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৮:৫৬ পিএম

কুড়িগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে রোববার (১১ আগস্ট) কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার বোর্ড ঘরে খবির উদ্দিনের সভাপতিত্বে 'শহীদ আবু সাঈদ পাঠাগার' এর শুভ উদ্বোধন করা হয়।

[229468]

উদ্ধোধন করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক ত্রিপুল। এ সময় বক্তব্য রাখেন, এ সময় বৈষম বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান ফারসি বিদ্যুৎ ও রাবিতা আল মামুদ, বৈষম্য বিরোধী আন্দোলনে ফুলবাড়ী উপজেলা নেতা জাকারিয়া হোসেন বাঁধন, সাবেক সিট মহলের নেতা আশিক সহ আরো অনেকে।

এ সময় বক্তারা জানান, পাঠাগারের বই পড়ে অনেকেই জ্ঞান অর্জন করবে এবং জ্ঞানী হবে, শুধু পাঠাগার স্থাপন করলে হবে না সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এআর