কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে এইচএসসি পরিক্ষার্থী নিখোঁজ 

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৫:৪১ পিএম

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আতাহার নূর (১৭) নামে এক এইচএসসি পরিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) আনুমানিক সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।নিখোঁজ আতাহার নূর কক্সবাজার ডিসি কলজের এবারের এইচএসসি পরিক্ষার্থী ছিল বলে জানা যায়।

নিখোঁজ আতাহার নূর উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে।

নিখোঁজ আতাহার নূরের বন্ধুরা জানান শুক্রবার বন্ধের দিনে সবাই মিলে ফজরের নামজ পড়ে সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলতে যায়।পরে সকাল ৭টার দিকে খেলা শেষ করে সমুদ্রে গোসলে নামলে ঠিক আধাঘণ্টার মধ্যে আঁচড়ে পড়ে সমুদ্রের ঢেউয়ের তোপে পড়ে নিখোঁজ হয় আতাহার নূর।অনেক খুঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।পরে সৈকতে দায়িত্বে থাকা সী-সেইফ লাইফগার্ড কর্মীদের খবর দিলে তারাও তার সন্ধানে বিভিন্ন পয়েন্ট খোজ করে। 

[229854]

এই বিষয়ে দায়িত্বে থাকা সী-সেইফ লাইফগার্ড কর্মী জয়নাল আবেদিন ভুট্টো জানান খবর পেয়ে তারা বিভিন্ন পয়েন্টের লাইফগার্ড কর্মীদের জানিয়ে দেয়।তাদের উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। 

খবর পেয়ে নিখোঁজ আতাহার নূরের মা-বাবা ও স্বজনরা ছুটে আসেন সৈকতে।তারা বিভিন্ন পয়েন্টে খোঁজ নিলেও এখনে হদিস মেলেনি আতাহার নূরের। 

পিতা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। আমার অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্র চলে আসে।ঘুম থেকে উঠে শুনি আমার 'ধন' সাগরে ভেসে গেছে।

এমএস