চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উথলী থেকে চার কোটি টাকার মাদকদ্রব্য ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (১৭ আগস্ট) রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
[229947]
মহেশপুর বিজিবি ৫৮-ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ভারতীয় মাদকদ্রব্য লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এল,এস,ডি) পাচার হবে মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যম্পের পাশে উথুলি স্কুলে এমবুস নেয়।
এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথুলি হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটি গতিরোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। ওই সময় চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে মাঠের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকায়িত ১শ মিলিগ্রামের চার বোতল মাদকদ্রব্য (ভারতীয় এল,এস,ডি) উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য ৪ কোটি ১৬ লক্ষ ৭২ হাজার টাকা।
এসআই