চাঁপাইনবাবগঞ্জ: এবার বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে ৩টি গরুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র ও দুই নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে রোববার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।
[229968]
তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে ৩টি গরু নিয়ে ৫ জন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় বিওপির বিজিবি সদস্যরা তাদের গরুসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র ও দুইটি নৌকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস