বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় অমিত সরদার (২৪) ও রানা শেখ (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার মাদরাসাঘাট টু জয়ডিহি নালুয়া খালের পাশে মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. নুরুজ্জামান শেখ।
নিহতরা হলেন— মোটরসাইকেলের চালক মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা গ্রামের রাজা সরদারের ছেলে অমিত সরদার ও একই মোটরসাইকেলে আরোহী একই গ্রামের লিয়াকত শেখের ছেলে রানা শেখে।
[229971]
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. নুরুজ্জামান শেখ জানান, সকালে মোল্লাহাট উপজেলার মাদরাসাঘাট টু জয়ডিহি মহাসড়কে দাঁড়িয়ে থাকা লোকাল পরিবহনের পেছনে বেপরোয়া গতির রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। মোটরসাইকেলটি বর্তমানে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
এমএস