বরগুনা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক মোতালেব মৃধা সহ ৩১ নেতা কর্মীর বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে। মামলাটি বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
সোমবার (২০ আগস্ট) মামলাটি দায়ের করেন সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তি। তিনি মামলায় আসামিদের নানান অপকর্মের বিস্তারিত মামলার আরজিতে তুলে ধরেন। মামলায় গত ১২ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে তা লাইভ ও ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করে অপ্রিতীকর পরিস্থিতি পায়তারা করার জন্য সাইবার ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন। এছাড়া আসামিরা প্রত্যেকেই তাদের মোবাইল থেকে ভিডিও ছড়িয়েছে।
[230196]
মামলার আসামীরা হলেন ১. জাহাঙ্গীর কবির, ২. মোতালেব মৃধা ৩, বেতাগী পৌর মেয়র গোলাম কবির ৪, জুবায়ের আদনান অনিক ৫, শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি, ৬, তালতলী শ্রমিক লীগের কবির হোসেন, ৭, জামাল হোসেন পিং হাফেজ মাস্টার, ৮, রুহুল আমিন সাং বটতলা, ৯, শাহাবুদ্দিন সাবু, ১০, এডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, ১১, আজিজুল হক স্বপন, ১২, মনিরুজ্জামান জামাল, ১৩, জেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারি আলমগীর হোসেন, ১৪, মীর আরাফাত জামান তুষার, ১৫, রেজাউল করিম রেজা, ১৬, সুনাম দেবনাথ, ১৭, জালাল ওরফে জুতা জালাল, ১৮, খলিলুর রহমান কেন্দ্রীয় নেতা, ১৯, শিপন জমাদ্দার, ২০, আকতারুজ্জামান রাকিব, ২১, রানা তালুকদার, ২২, মুরাদ সভাপতি স্বেচ্ছাসেবক লীগ, ২৩, বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, ২৪, শাওন তালুকদার, ২৫, জুনাইদ জুয়েল, ২৬, আবুল কালাম আজাদ, ২৭, আশ্রাফুল ইসলাম শিল্পী, ২৮, কেওড়াবুনিয়া ইউনিয়নের কবির হাওলাদার, ২৯, কাকচিড়া কৃষক লীগের সভাপতি বেলাল মোল্লা, ৩০, কাকচিড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রায়হান মোল্লা ও বড়ইতলা ফেরিঘাট এলাকার রিপন দফাদার।
এব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, আদালতের কপি এখনো হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এসআই