চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন থেকে চালভর্তি ট্রাক উধাও

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১০:১৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি ফিলিং স্টেশন থেকে চাল ভর্তি একটি ট্রাক উধাও হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোর ৪ টার দিকে লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। তবে পুলিশ চাল ভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে থানা সূত্রে জানা গেছে।

রহনপুর স্টেশন বাজার এলাকার চাল সরবরাহকারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ রাইস এজেন্সির মালিক ও রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম জানান, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঢাকার বাবুবাজারগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২৬-০৪৪৩) বৃহস্পতিবার (২৩ আগস্ট) ১৫ টণ চাল ভর্তি করা হয়। 

পরে ট্রাকটি প্রতিষ্ঠান থেকে ছেড়ে বৃহস্পতিবার রাতে রহনপুরের লতিফুর ফিলিং স্টেশন রাখা হয় যাতে শুক্রবার সকাল সকাল ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে। 

কিন্তু ভোর ৪ টার দিকে ট্রাকের চালক ফিলিং স্টেশনে গিয়ে ট্রাকটি দেখতে পায়নি। ফিলিং স্টেশন থেকে চাল ভর্তি ট্রাকটি কে বা কারা নিয়ে সটকে পড়ে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি জিডি করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে লতিফুর ফিলিং স্টেশনের মালিক বাবু জানান, তার ফিলিং স্টেশনের নৈশ প্রহরী শুক্রবার ভোর ৪টার দিকে ট্রাকটি নিয়ে যেতে দেখে। সে তাদের ওই ট্রাকের স্টাফ মনে করে কোন বাধা দেয়নি। 

পরে শুক্রবার সকালে ওই ট্রাকের স্টাফরা ট্রাকটি মিসিং হওয়ার অভিযোগ করে। তাতেই ধারণা করি চাল ভর্তি ট্রাকটি কে বা কারা নিয়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এ ঘটনায় ট্রাক মালিক বাদী হয়ে গোমস্তাপুর থানার রহনপুর তদন্ত কেন্দ্রে একটি জিডি দায়ের করেছেন। চাল ভর্তি ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। 

এআর