হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৫:৩১ পিএম

হিলি: দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সরবরাহ কমের কারনে দামটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে পণ্যটির দাম বাড়ায় বিপাকে পরেছেন নিম্ন আয়ের মানুষরা।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে হিলি বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মইনুল ইসলাম জানান, বর্তমান আমাদের পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ খুবই কম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। ভারতের আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।আর দেশিটা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

[231592]

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রহিম জানান, গত সপ্তাহে ভারতের পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৮০ টাকা কেজি আর আজকে কিনতে গিয়ে দেখি ৯৫ থেকে ১০০ টাকা কেজি। আর দেশিটা ছিল ১০০ টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমরা গরিব মানুষেরা কি খাব? ভারত থেকে প্রতিদিনই ৮ থেকে ১০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে তারপরও কেন দাম বৃদ্ধি?

হিলি কাস্টমস সুত্রে জানা যায়, হিলি স্থলবন্দর দিয়ে শনিবার থেকে রোববার পর্যন্ত দুই দিনে পেঁয়াজ আমদানি হয়েছে ১৫ ট্রাকে ৪শ ৩৪ মেট্রিকটন।

এসএস