পাবনায় র‍্যাবের অভিযানে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৫:৫৩ পিএম

পাবনা: পাবনায় অভিযান চালিয়ে চাঁদাবাজি ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পাবনা পৌর সদরের কৃষ্ণপুর মহল্লার জয়নাল খাঁর ছেলে হাসিবুল ইসলাম সানি (২২), একই মহল্লার শাহিনুর ইসলামের ছেলে সাব্বির হোসেন শান্ত (২২) ও লিয়াকত আলীর ছেলে বিপুল বিন লিয়াকত (২৮)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

[231665]

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার আটুয়া এলাকায় কিছু চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে আটক করে ধারালো অস্ত্র দেখিয়ে তার ব্যক্তিগত জিনিসপত্র ছিনতাই করে নেয়ার চেষ্টা করে।

তাৎক্ষনিক ওই ব্যক্তি ছিনতাইকারী চক্রের সদস্য হাসিবুল ইসলাম সানিকে একটি ধারালো চাকুসহ হাতেনাতে ধরে ফেলে এবং র‍্যাবের কাছে হস্তান্তর করে।

এরপর মঙ্গলবার বেলা তিনটার দিকে আটক হাসিবুল ইসলাম সানিকে সাথে নিয়ে র‍্যাবের একটি আভিযানিক দল পৌর সদরের লাইব্রেরী বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সাব্বির হোসেন শান্ত ও বিপুল বিন লিয়াকতকে আটক করা হয়। এসময় আরো একজন ছিনতাইকারী চক্রের সদস্য পালিয়ে যায়।

[231638]

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পাবনা শহরের বিভিন্ন রাস্তাঘাটে ও গলিতে রাতের বেলায় চুরি, ডাকাতি, দস্যূতা, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, আটক ৩ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হবে। সেখানে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এসএস