বেশি দামে সিগারেট বিক্রি: তালতলীতে লাখ টাকা জরিমানা

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৫৬ পিএম

বরগুনা: বরগুনার তালতলীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সিগারেট বিক্রির দায়ে বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবি) বরগুনা জেলার এজেন্সি হাজী এন্ড সন্সের তালতলী প্রতিনিধি বঙ্কিম চন্দ্র খরাতিকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে ওই সিগারেট কোম্পানির তালতলীতে ডিলার প্রতিনিধির গোডাউন অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত এই জরিমানা আদায় করেন। এর আগে গত আগষ্ট মাসের ১১ তারিখ একই কারণে ভ্রাম্যমাণ আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ছিল।

[231680]

এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অমিত দত্ত জানান, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিগারেট বিক্রি করার সত্যতা পাওয়ায় ডিলার প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে হাজী এন্ড সন্স এর স্বত্বাধিকারী পটুয়াখালীর সুলতান মৃধার বরগুনা প্রতিনিধি মোঃ শাহাআলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

এসএস