কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্য সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে আবারও তুমুল যুদ্ধ শুরু হয়েছে।যার ফলে ঘরছাড়া হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এছাড়া কয়েকদিন ধরে মিয়ানমারের ওপার থেকে মর্টাশেল, বোমার শব্দ ভেসে আসছে এপারে। এতে চরম শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
এবার দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে নাফনদীতে বাংলাদেশী একটি যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় আব্দুর রশিদের মালিকানাধীন যাত্রীবাহী একটি ট্রলার সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীর বদরমোকাম মোহনায় এই ঘটনা ঘটে। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয়। তবে এই গুলি মিয়ানমার থেকে কারা ছুঁড়েছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
ট্রলারের থাকা যাত্রী আব্দুল নোমান (২৭) বলেন, জরুরী কাজে তার ভাইসহ টেকনাফের হ্নীলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। প্রায় ৪০-৫০ রাউন্ড মতো গুলি ছোড়া হয়। এতে ট্রলারে একটি কাঠ ভেঙে যায়।
এই নিয়ে সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে শঙ্কা তৈরি হয়েছে।
সীমান্তে ট্রলারে গুলি বর্ষণের বিষয়টি খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে ট্রলারে গুলি বর্ষণের বিষয়টি শুনেছি।এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।
আইএ