কুমিল্লায় ভুয়া নার্স নির্মূলে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০১:৪৩ পিএম
ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে অনিবন্ধিত ভুয়া নার্স নির্মূলে অভিযান পরিচালনার ও ৭২ ঘণ্টার মধ্যে তাদেরকে অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীবৃন্দদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেটি শেষ হয়। এসময় শিক্ষার্থীরা 'আমার সোনার বাংলায়, ভুয়া নার্সদের ঠাঁই নাই; ভুয়া না মেধা, মেধা মেধা সহ আরো বিভিন্ন ধরণের স্লোগান তুলে। পরে কুমিল্লা জেলা সিভিল সার্জন বরাবর আগামী ৭২ ঘন্টা মধ্যে ভুয়া নার্সদের অপসারণ করতে হবে এই দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। 

[231724]

এর আগে কান্দিরপাড় পূবালী চত্ত্বর মোড়ে ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। 

এ সময় আন্দোলনকারী নার্সরা জানান, আমরা কেউ চার বছর পড়ার পর বিএসসি পাশ করি, কেউ তিন বছর পড়ার পর ডিপ্লোমা পাশ করি। এরপর ইন্টার্নি করি ৬ মাসের। এত কিছুর পরেও হসপিটালগুলোতে আমাদের কোনো মূল্যায়ন নেই। আর অনেকে ৩ মাসের কোর্স করেও নার্স হয়ে যায়। এসব ভুয়া নার্সদের কারণে চিকিৎসাখাত ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। রোগীরা হয়রানির শিকার হচ্ছে। 

তারা আরো বলেন, বাংলাদেশের চিকিৎসা খাতে নার্সিং সেবায় অনেক অনিবন্ধিত, ভুয়া ব্যক্তি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক নার্সিং সেবা প্রদান করে আসছে। বিভিন্ন সময় এসব ভুয়া নার্স ও মিডওয়াইফদের নানান অদক্ষতার কারণে আমাদের নিবন্ধিত নার্স বা মিডওয়াইফদের সামাজিকভাবে হেয় ও সম্মানহানি হতে হয়। এতে করে হুমকির মুখে পড়েছে নার্সিং খাত। যে কারণে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই খাতেও আমূল সংস্কার প্রয়োজন। আমরা একত্রিত হয়েছ এই খাতের পরিবর্তন আনতে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুমিল্লার সকল হাসপাতালের ভুয়া নার্সদের অপসারণ করতে হবে। 

এসময় মানববন্ধনে কুমিল্লার প্রায় ৫ টি নার্সিং কলেজের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসআই