দিনাজপুর: দেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়ার পাথর খনি। খনিতে বর্তমান শ্রমিকের সংখ্যা ৭৭৪ জন। প্রায় সময় শ্রমিকদের মাঝে ছোট খাটো উত্তেজনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
পাঁচ দফা দাবীতে আন্দোলন করেছে শ্রমিকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক আইন মেনে শ্রমিকদের বেতন-ভাতা নির্ধারণ করা, যখন তখন শ্রমিক ছাটাই বন্ধ করা সহ পাঁচ দফা দাবি রয়েছে।
[231727]
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা জানান, কোন কারণ ছাড়াই বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে খনির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন, অনির্দিষ্টকালের জন্য খনির কার্যক্রম বন্ধ থাকবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনীর অফিসার ও পেট্রো বাংলার উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসআই