বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আনসার ভিডিপির চারা বিতরণ

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:২৯ পিএম

কুমিল্লা: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ চারা বিতরণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ জন কৃষকের মাঝে আমন ধানের চারা বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

[231974]

এসময় তিনি বলেন, বন্যা চলাকালীন সময়ে আনসার ভিডিপির পক্ষ থেকে বন্যা কবলিতদের উদ্ধার, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার পরবর্তী সময়ে খাদ্য সংকট যেন না থাকে, সে লক্ষে আজকে আমাদের এ উদ্যোগ। পরবর্তীতে তালিকা করে বন্যায় বাড়িঘর হারানোদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
  
এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য, জেলা কমান্ডেন্ট মোহাম্মদ রাশেদুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী সহ আরও অনেকে।

এসএস