বৈষম্যবিরোধী আন্দোলন: ৫৮ দিন পর নিহত স্বর্ণশ্রমিক মিলনের মরদেহ উত্তোলন

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০২:৫০ পিএম

রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলনের মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের নির্দেশে নগরীর মুন্সিপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় সহকারী কমিশনার সদর উপজেলা এসিল্যান্ড আহমেদ শাহাদাত, মামলার তদন্ত কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ সদস্যসহ নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

[232002]

মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ শাহাদাত বলেন, আদালতের নির্দেশে মামলার তদন্তের জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্বর্ণ শ্রমিক মিলন।২৭ আগস্ট রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ ১৭ জনের নাম উল্লেখ করে রংপুর কোতয়ালী মেট্রো থানার কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কোতয়ালী থানাকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেয়।

এসএস