গাজীপুর: বর্তমান অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পর থেকে সারা দেশেই পুলিশ সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এবার সেই ধারাবাহিকতায় রাজধানীর পাশের শিল্প সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ জেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সংস্কার কাজের অংশ হিসেবে মেট্রোপলিটনের গুরুত্বপূর্ণ ৪ থানায় নতুন ৪ ওসি নিয়োগ প্রদান করেছেন।
একই সঙ্গে মহানগর গোয়েন্দা শাখায় নতুন দুইজন পরিদর্শক এবং মহানগর আদালতে একজন পরিদর্শককে নিয়োগ দিয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সূত্রে এ তথ্য জানা যায়। ওই সূত্রে আরও জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন এসব পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রদান করেছেন।
এ দিকে গাজীপুর মেট্রোপলিটনের অফিস সূত্রে আরও জানা যায়, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিদর্শক আলী মোহাম্মদ রাশেদ, কোনাবাড়ি থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক নজরুল ইসলাম, পূবাইল থানার দায়িত্ব পেয়েছেন মো. আমিরুল ইসলাম এবং টঙ্গী পূর্ব থানার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক এস এম মামুনুর রশিদ।
অপর দিকে,পরিদর্শক মো.আমিনুল ইসলাম ও মো. আতিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে মহানগর গোয়েন্দা শাখায় (দক্ষিণ)।
উল্লেখ্য, নতুন দ্বায়িত্ব পাওয়া এসব পুলিশ কর্মকর্তারা সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে গাজীপুর মহানগর পুলিশ লাইনে যোগদান করেছিলেন।
এসএস