সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

  • সুনামগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১১:৪৮ পিএম

সুনামগঞ্জ : বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে সুুনামগঞ্জের একটি মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে শান্তিগঞ্জের নিজ বাসা হতে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আজকে রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বর্তমানে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে।

[232411]

সূত্রে জানা যায়, তিনি ৫ আগস্টের পর থেকে শান্তিগঞ্জে তার নিজ বাড়ি হিজল করছে বসবাস করছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তার ছেলে সাদাত মান্নান অভি শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন। পরে সরকার পতনের পর তিনি পালিয়ে যুক্তরাজ্য চলে যান।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করব।  বিভিন্ন তথ্যের জন্য সাবেক পরিকল্পনামন্ত্রীর রিমান্ড চাওয়া হবে। 

এমটিআই