তিস্তায় ভেসে এলো অজ্ঞাত নারীর হাত বাঁধা মরদেহ

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:০০ পিএম

লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তা নদী থেকে হাত বাঁধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাঁধ এলাকার চর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার জন্য কয়েকজন জেলে নদীর চর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

[232592]

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে, নদীর স্রোতে ভেসে এসে তিস্তার চরে ওই মরদেহটি আটকে গেছে। মরদেহটির হাত পিছনে দিকে বাঁধা ছিল এবং মুখমন্ডল পুরোটাই ঝলসানো ছিল। দীর্ঘসময় পানিতে থাকায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা, ওই নারীর মরদেহটি উজান থেকে ভেসে আসতে পারে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসএস