পাবনা: পাবনা সদর উপজেলার আতাইকুলায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার থানার কাচারপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাচারপুর পূর্বপাড়া গ্রামের মো. নবাব উদ্দিনের স্ত্রী আরজিনা খাতুন (৪৫) ও তার মেয়ে অরশা খাতুন (১৩)। অরশা খাতুন কাচারপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির টিনের ঘরের নিচে বৃষ্টির পানিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়াল ঘরে উঠার সময় লোহার দরজায় লেগে বিদ্যুৎপৃষ্ট হয় সে। এসময় বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। পরে মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎতায়িত হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[232874]
নিহত আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান কান্নাজড়িত কন্ঠে বলেন, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছি। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে যাওয়াতে আমার সর্বনাশ হয়ে গেল। একদম এতিম হয়ে গেলাম।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই মা-মেয়ে মারা গেছে। আমরা ঘটনাস্থলে আসছি। বৃষ্টির দিনে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে বলে পরামর্শ দেন তিনি।
এসএস