বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০১:৩২ পিএম

বরগুনা: স্নিগ্ধ দ্বীপবন সৈকত সৌন্দর্য ঘেরা প্রকৃতির অপরূপ জেলা বরগুনা। প্রকৃতির সৌন্দর্যের সব কিছুই ছড়িয়ে বিছিয়ে রয়েছে এই জেলায়। বৈচিত্র্যময় এই জেলাকে আরও প্রাকৃতিক বৈচিত্র্যময় তুলে ধরে সাজাতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে দিবসটি ঘিরে বরগুনাকে পর্যটন খাতকে এগিয়ে নিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন. বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল হক। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস। সভাপতিত্ব করেন বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা কমিটির সভাপতি মোঃ সোহেল হাফিজ। 

এসএস