সিলেট-সুনামগঞ্জ সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ০৬:৩৭ পিএম

সিলেট: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার পৃথক স্থান থেকে ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকার বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি।

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ১০৮ পিস, লেহেঙ্গা ১৬ পিস, স্কিন সাইন ক্রিম ৫ হাজার ৪১০ পিস, মকমলের থান কাপড় ৩৭৪ মিটার, ৮ টি গরু এবং চিনি, রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

আইএ