চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং জেটি এলাকায় আজ সোমবার (৩ সেপ্টেম্বর) ‘বাংলার জ্যোতি’ নামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন ডেক ক্যাডেট সৌরভ (৩১) নামের একজনের পরিচয় জানা গেছে। আরেকজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নেভাল কমান্ডার মাসুদ ইকবাল গণমাধ্যমকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের শিকার জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন। আজ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি নম্বর ৭-এ নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন ধরে। পরে দুপুরে ডেক থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
[233293]
এর আগে বাংলাদেশ মেরিনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন শাখাওয়াত বলেন, ‘জাহাজের ওপরের ডেকে বিস্ফোরণের পর আগুন লাগে। তখন তিনজন টেকনিশিয়ান মেরামতের কাজ করছিলেন। আমরা শুনেছি একজন ক্যাডেট ও তিনজন টেকনিশিয়ান বিস্ফোরণে মারা গেছেন।’
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, তিনজন ক্রু নিখোঁজ রয়েছেন।
নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা এখনও জাহাজে উঠিনি। জাহাজে প্রবেশ করার পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারব।’
আগুনে সামনের সব দড়ি পুড়ে যায় এবং ‘বাংলার জ্যোতি’-র সামনের অংশ জেটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশেপাশের সব জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তেলের স্থাপনাগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে জানানো হয়েছে।
[233286]
মোহাম্মদ ইউসুফ জানান, জরুরি সহায়তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডকে আহ্বান করা হয়েছে। আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে কিনা নিশ্চিত করতে দুইজন পাইলটকে জাহাজে পাঠানো হয় এবং জাহাজটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাহাজটিতে ৪০ জন ক্রু ছিলেন।
এসএস